ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
সেফ এক্সিট প্রসঙ্গে নিজের অবস্থান জানাতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আমার ছেলে-মেয়ে সবাই দেশে। আমি একা বিদেশে গিয়ে কি করবো?”
রবিবার (১২ অক্টোবর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন—এমন মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “কে কি চায় এটা তার ব্যক্তিগত প্রশ্ন।” এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে মজার ছলে বলেন, “আপনারাও তো অনেক প্রশ্ন করতে পারেন। এই বোন দেখবেন একটা প্রশ্ন করবেন, ওই বোন আর একটা করবেন, এই ভাই আর একটা প্রশ্ন করবেন।”
সাংবাদিকরা যখন সরাসরি জানতে চান, তিনি নিজে সেফ এক্সিট চান কি না—তখন উপদেষ্টা জবাবে বলেন, “আমার ছেলে-মেয়ে সবাই দেশে। আমি একা বিদেশে গিয়ে কি করবো?”
সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, “উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন।”
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ বিষয়ে অন্য উপদেষ্টারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান ৯ অক্টোবর এক ফেসবুক পোস্টে লিখেছেন, “বাহাত্তরোর্ধ্ব বছর বয়সে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তা আমার জন্য গভীর দুঃখের বিষয় হবে।”
রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ‘সেফ এক্সিট’ শব্দটি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। কেউ কেউ মনে করছেন, এটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি করেছে।