ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষে দুই শতাধিকের বেশি তালেবান ও অন্যান্য সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। সংঘর্ষে তালেবান বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু সদস্য আহত হয়েছে বলেও জানিয়েছে তারা।
রোববার (১২ অক্টোবর) কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সীমান্তজুড়ে তালেবানের পোস্ট, ক্যাম্প, সদর দপ্তর ও সন্ত্রাসী সহায়তা নেটওয়ার্কের অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
এদিকে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের পর নিরাপত্তা বিবেচনায় আফগানিস্তানের সঙ্গে দুটি প্রধান সীমান্তপথ— তোরখাম ও চামান— সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি খারলাচি, আঙ্গুর আড্ডা ও গুলাম খানসহ অন্তত তিনটি ছোট সীমান্তপথও বন্ধ রাখা হয়েছে।
সংঘাতের সূত্রপাত ঘটে গত বৃহস্পতিবার মধ্যরাতে, যখন পাকিস্তান আফগান রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। পাকিস্তানের দাবি, আফগানিস্তানে আশ্রয় নিয়ে থাকা নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) নেতারা দেশটিতে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।
এই হামলার প্রতিক্রিয়ায় শনিবার রাতে আফগান সেনাবাহিনী পাল্টা আক্রমণ চালায় পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে। আফগান বাহিনী আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল ও বারামচাসহ কয়েকটি এলাকায় গোলাবর্ষণ করে বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।
দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় সীমান্তবর্তী জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই সংঘর্ষ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন হুমকি তৈরি করতে পারে।