ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর, দশ হাজারেরও বেশি ফিলিস্তিনি তাদের উত্তর গাজার নিজ ভূমিতে ফেরার যাত্রা শুরু করেছেন। শুক্রবার সকালে যুদ্ধবিরতি কার্যকর হতেই গাজা উপত্যকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির আওতায় সম্মত সীমান্ত ও অবস্থানগুলো থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে। এর মধ্য দিয়ে বহুদিন পর গাজার উত্তরাঞ্চলে ফেরার পথ খুলে গেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য।
এর আগে শুক্রবার সকালে গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে ঐতিহাসিক চুক্তি অনুমোদন করে ইসরায়েল সরকার। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা এ বিষয়ে সর্বসম্মতভাবে ভোট দেয়। চুক্তিতে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধ বন্ধের শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।
চুক্তির আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তাঁর প্রস্তাবিত “২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়” বাস্তবায়নে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল উভয়ই।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার খবরে গাজায় স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের সংঘাতের পর মানুষ ঘরে ফেরার আশা নিয়ে রাস্তায় নেমেছে। অন্যদিকে, ইসরায়েলে জিম্মিদের পরিবারের সদস্যরা উল্লাস প্রকাশ করেছেন এই চুক্তি ঘিরে।