ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
মানবাধিকারকর্মী ও খ্যাতনামা আলোকচিত্রী শহিদুল আলম বলেছেন, ফিলিস্তিনের মুক্তি না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। শনিবার ভোরে দেশে ফিরে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শহিদুল আলম। তিনি বলেন, “গাজা এখনও মুক্ত হয়নি, সেখানে এখনও আক্রমণ চলছে। আমাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীদের ওপর যে নির্যাতন হয়েছে, তার তুলনায় আমাদের সঙ্গে যা ঘটেছে, তা কিছুই নয়।”
তিনি আরও বলেন, “আমি অসংখ্য মানুষকে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশের মানুষসহ সারা বিশ্বের যাঁরা দোয়া করেছেন, ভালোবাসা পাঠিয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।”
অন্যদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ইসরায়েলি কর্তৃপক্ষ কর্তৃক শহিদুল আলমকে আটক করার পর, প্রধান উপদেষ্টার দফতর থেকে জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে তাৎক্ষণিক কূটনৈতিক পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তাদের সক্রিয় উদ্যোগেই শহিদুল আলমের মুক্তি নিশ্চিত হয় বলে জানা গেছে।