ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে হংকং জাতীয় ফুটবল দল। সোমবার (৭ অক্টোবর) রাত পৌঁনে ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি।
হংকংয়ের ৩৭ সদস্যের এই বহরে রয়েছেন ২৫ জন ফুটবলার ও ১২ জন টিম অফিসিয়াল। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় উত্তরার এপিবিএন মাঠে অনুশীলনে নামবে দলটি। পরদিন বুধবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে ম্যাচের আগে শেষ প্রস্তুতি সারবে তারা।
দলের ২৫ ফুটবলারের মধ্যে ১৩ জনই চীনের ঘরোয়া লিগে খেলেন, যা হংকংয়ের সাম্প্রতিক ফুটবল উন্নতির প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচ শেষে ১৪ অক্টোবর ঢাকায় ফিরতি ম্যাচ খেলতে হংকংয়ে যাবে হামজা-সমিতরা।