মুরাদ মিয়া, সুনামগঞ্জ | ডেস্ক রিপোর্ট: সকলের কণ্ঠ
সুনামগঞ্জ জেলার দুর্গম হাওরাঞ্চলে কোমলমতি শিক্ষার্থীদের জন্য নতুন স্কুল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মাহবুবুর রহমান। তিনি জানিয়েছেন, নতুন এই বিদ্যালয়ে শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষাসামগ্রী ও শিক্ষা সেবা প্রদান করা হবে।
রবিবার (৫ অক্টোবর) বিকেলে জামালগঞ্জ উপজেলার রসুলপুর এলাকায় বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচার ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এই ঘোষণা দেন মাহবুবুর রহমান।
তিনি বলেন, “পাগনার হাওরের ফেনারবাক ইউনিয়নের রসুলপুর গ্রামে প্রায় ১৫০টিরও বেশি পরিবারের বসবাস। অধিকাংশ মানুষ কৃষি ও মাছ ধরার ওপর নির্ভরশীল, কিন্তু তারা দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করছে। ফলে এখানকার শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের অভাব প্রকট, যা আমি সরেজমিনে এসে বুঝতে পেরেছি।”
মাহবুবুর রহমান আরও বলেন, “আমার গণসংযোগের সময় ছোট ছোট শিশুদের হাতে প্ল্যাকার্ড দেখে বুঝলাম, তারা স্কুল চায়। শিশুদের মুখের এই চাওয়া আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী শিক্ষাবর্ষের শুরুতেই এই অঞ্চলে একটি স্কুল স্থাপন করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেশের প্রত্যন্ত গ্রামগুলোতেও প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের জন্য উদ্যোগ নেওয়া হবে।”
রসুলপুর গ্রামের বাসিন্দা সৈয়দুর রহমান বলেন, “আমাদের এলাকায় আগে অনেক নেতা আশ্বাস দিয়েছেন, কিন্তু কেউ কথা রাখেননি। মাহবুব ভাই এসে আমাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং স্কুলের ব্যবস্থা করবেন বলেছেন—এটা আমাদের জন্য অনেক বড় সুখবর।”
অন্যদিকে লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, “বর্ষাকালে পানি বাড়লে আমি স্কুলে যেতে পারি না। যদি আমাদের গ্রামে স্কুল হতো, তাহলে ভালোভাবে পড়াশোনা করতে পারতাম। মাহবুব চাচ্চুর জন্য আল্লাহর কাছে দোয়া করি, যেন তিনি তাঁর প্রতিশ্রুতি রাখতে পারেন।”
মাহবুবুর রহমানের এই ঘোষণা দুর্গম হাওরাঞ্চলের অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। স্থানীয়রা বলছেন, বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এ এলাকার শিশুদের শিক্ষার আলো পৌঁছে যাবে প্রত্যন্ত পাড়ায়।