ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ইসরাইলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হামলাটি সফলভাবে প্রতিহত করা হয়েছে।
(সূত্র: টাইমস অব ইসরাইল)
রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে মধ্য ইসরাইল ও দক্ষিণ পশ্চিম তীরের কিছু এলাকায় হঠাৎ সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। সাইরেনের শব্দে আতঙ্কিত শত শত ইসরাইলি নাগরিক দ্রুত আশ্রয়কেন্দ্রে ছুটে যান।
অল্প কিছুক্ষণ পর আইডিএফ এক বিবৃতিতে জানায়,
“ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সফলভাবে ভূপাতিত করা হয়েছে।”
হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
🔹 হুথিদের ধারাবাহিক হামলা
আইডিএফের তথ্য অনুযায়ী, এটি ইসরাইলের দিকে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ৯১তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
হুথি বিদ্রোহীরা গত ১৮ মার্চ থেকে ধারাবাহিকভাবে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
উল্লেখ্য, ওই দিন থেকেই ইসরাইল গাজায় হামাসের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে হুথিদের হামলার তীব্রতা আরও বেড়েছে।
এই সময়ের মধ্যে হুথি বিদ্রোহীরা ইসরাইলের দিকে অন্তত ৪১টি ড্রোন নিক্ষেপ করেছে, যার বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত হয়েছে বলে দাবি আইডিএফের।