চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সকালে পালিশারা গ্রামে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বর্তমানে তারা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার সূত্রপাত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করা নিয়ে। ওই ছবি শেয়ার করেন উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির ও স্থানীয় মসজিদের খতিব মাওলানা ইলিয়াস হোসেন।
বৃহস্পতিবার রাতে শেয়ার করা ওই ছবিকে ‘ব্যঙ্গাত্মক ও অবমাননাকর’ বলে দাবি করেছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার সকালে তারা ইলিয়াস হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে জামায়াতকর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠে।
আহত যুবদল নেতা নেছার আহম্মেদ বলেন,
“আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন এবং চিকিৎসাধীন আছেন।”
উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরান জানান, ফেসবুক পোস্টটি বৃহস্পতিবার রাতেই ডিলিট করা হয়েছিল। পাশাপাশি ইলিয়াস হোসেন দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দেন। এরপরও শুক্রবার সকালে বিএনপি নেতাকর্মীরা ইলিয়াসের ওপর হামলা করে।
মাওলানা ইলিয়াস হোসেন নিজেও ব্যাখ্যা দেন:
“আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অসাবধানতাবশত ওই ছবি শেয়ার হয়েছিল। পরে আমি তা মুছে দিয়ে দুঃখ প্রকাশ করি।”