ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
মার্কিন ধনকুবের ও টেসলা–স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে অর্ধ ট্রিলিয়ন বা ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের মালিক হয়েছেন। আন্তর্জাতিক অর্থবিষয়ক ম্যাগাজিন ফোর্বস বিলিয়নিয়ার ইনডেক্স জানিয়েছে, বর্তমানে মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫১০.১ বিলিয়ন ডলার।
মূলত তার গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দামের উল্লম্ফনই এ রেকর্ড গড়তে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। চলতি বছরেই কোম্পানিটির শেয়ারমূল্য প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রকেট নির্মাণকারী প্রতিষ্ঠান স্পেসএক্স এবং মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্যোগ এক্সএআই (xAI) এর বাজারমূল্যের ঊর্ধ্বগতি তার সম্পদ বৃদ্ধিতে সহায়তা করেছে।
ফোর্বসের সর্বশেষ তালিকা অনুযায়ী, বিশ্বের ধনীদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন ওরাকল প্রধান ল্যারি এলিসন। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার। গত মাসে প্রতিষ্ঠানের শেয়ারমূল্য হঠাৎ ৪০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় তিনি কিছু সময়ের জন্য মাস্ককে পেছনে ফেলেছিলেন। এদিকে, মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সম্পদ বর্তমানে ২৪৫.৮ বিলিয়ন ডলার, যা তাকে তালিকার তৃতীয় স্থানে রেখেছে।