ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার জাফরগঞ্জ থেকে বুড়িচং দেবপুর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বুড়িচং উপজেলার কংশনগর বাজার এলাকায় একটি কাভার্ডভ্যানের চাকা খুলে পড়ে গেলে এ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী জানান, কংশনগর বাজার এলাকায় প্রতিদিনই যানজট তৈরি হয়। তবে সকালে বিকল হওয়া কাভার্ডভ্যানটি রাস্তার মাঝখানে আটকে যাওয়ায় দেবিদ্বার পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।
ভোগান্তিতে পড়া যাত্রী তোফায়েল আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই সড়কটি মাত্র দুই লেনের। দুটি গাড়ি একসঙ্গে ক্রস করতে পারে না। ট্রাক বিকল হয়ে পড়ে থাকায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে। কবে এই দুর্ভোগ শেষ হবে তা বলা যাচ্ছে না।”
স্থানীয় অটোচালক জালাল উদ্দিন জানান, সকাল ৯টায় কাভার্ডভ্যানটির চাকা খুলে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ গাড়িটি সরাতে পারেনি। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
এ বিষয়ে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান বলেন, কংশনগর এলাকায় একটি টিম কাজ করছে। যেহেতু সড়কটি দুই লেনের, তাই কোনো যানবাহন বিকল হলে বড় ধরনের যানজট তৈরি হয়। দ্রুত গাড়িটি সরিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।