ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
হবিগঞ্জে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকা জব্দ করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ট্রাকসহ পণ্য জব্দ করে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা।
পাচারের অভিনব কৌশল
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে ভারত থেকে অবৈধভাবে আনা মসলা ও খাদ্যপণ্য পাচারের উদ্দেশ্যে ট্রাকে করে ঢাকায় নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়।
ভোররাতে সন্দেহভাজন একটি পাথরবোঝাই ট্রাক থামানো হলে চালক প্রথমে টালবাহানা শুরু করে। পরে তল্লাশিতে দেখা যায়, পাথরের নিচে বিশেষ কায়দায় লুকানো রয়েছে ভারতীয় জিরা ও ফুচকার বড় চালান।
কোটি টাকার অবৈধ পণ্য
বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃত পণ্যের বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে। তবে সঠিক পরিমাণ কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতিতে গণনা শেষে নির্ধারণ করা হবে।
অভিযানে ট্রাকচালককে আটক করা সম্ভব হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
বিজিবির প্রতিক্রিয়া
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন—
“আমাদের গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সীমান্তপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পাচারের যে চেষ্টা চলছে তা আমরা কোনোভাবেই সফল হতে দেব না। সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।”