ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
বাংলাদেশে ১০ থেকে ১৫টি ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। তার মতে, এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা এবং তাদের অবৈধভাবে অর্জিত সম্পদ উদ্ধার করে রাষ্ট্রীয় খাতায় ফিরিয়ে আনা জরুরি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘সামষ্টিক অর্থনীতি নিয়ে মাসিক বিশ্লেষণ (এমএমআই)’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফরাসউদ্দিন বলেন, অতীত সরকার আমলে দেশে ব্যাপক দুর্নীতি হয়েছে—এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এ কারণে নিরাশ হওয়ার কিছু নেই। আমাদের নিজেদের পথ খুঁজে নিতে হবে। তিনি মনে করেন, বর্তমান সরকার সঠিক পথে রয়েছে এবং সাহসী নীতি গ্রহণের মাধ্যমে এ সংকট মোকাবিলা করতে পারবে।
তার মতে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা সবসময় কার্যকর সমাধান নয়। কারণ এটি ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা ক্ষুণ্ন করতে পারে। তাই ব্যাংকিং খাতে সংস্কার আনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন তিনি।
বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করার পাশাপাশি কর আদায় বাড়ানোই এখন সবচেয়ে বেশি প্রয়োজন বলে উল্লেখ করেন সাবেক গভর্নর। তার মতে, রাজস্ব সংগ্রহ বাড়াতে পারলেই অর্থনীতিকে টেকসই পথে নিয়ে যাওয়া সম্ভব হবে।
ব্যাংক পরিচালকদের ভূমিকা নিয়ে সমালোচনা করে ফরাসউদ্দিন বলেন,
“পরিচালনা পর্ষদের মূল দায়িত্ব হলো নীতিনির্ধারণ করা। কিন্তু বাংলাদেশে উল্টো চিত্র দেখা যায়—তারা ঋণ প্রদানে উৎসাহিত করেন। নীতি প্রণয়ন ও ঋণ প্রদানের কার্যক্রম আলাদা করা উচিত।”