ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ইউক্রেনে চলমান যুদ্ধের ইতি টানতে রাশিয়ার ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে পারে কেবলমাত্র চীন—এমন মন্তব্য করেছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোর্সকি। তার মতে, মস্কোর ওপর বেইজিংয়ের প্রভাবই যুদ্ধবিরতি বাস্তবায়নের মূল চাবিকাঠি। খবর টিআরটি ওয়ার্ল্ড।
ওয়ারশ ফোরামে দেয়া বক্তব্যে তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে চীনই একমাত্র দেশ, যারা যুদ্ধবিরতি কার্যকর করতে পারে। রাশিয়া এখন চীনের ওপর এতটাই নির্ভরশীল যে বেইজিং চাইলে চাপ সৃষ্টি করতে পারবে। তবে প্রশ্ন হলো, চীন তা করবে কিনা।”
সিকোর্সকি আরও জানান, চীনা কর্মকর্তারাও ইউক্রেনে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান জানিয়েছেন। এ বিষয়ে বেইজিংকে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, ইউক্রেন যুদ্ধ ইউরোপের নিরাপত্তা ধারণায় মৌলিক পরিবর্তন এনেছে। তার ভাষায়, “আমরা নিজেদের নিরাপত্তা নিজেরাই রক্ষার জন্য প্রস্তুত। বাইরের শক্তির ওপর পুরোপুরি নির্ভর করার দিন শেষ। বিশ্ব ইতোমধ্যেই এটি লক্ষ্য করেছে।”
এদিকে জার্মানি, ফ্রান্স এবং পোল্যান্ড ন্যাটো মিত্রদের বিরুদ্ধে বৈরিতা বন্ধ করতে রাশিয়ার প্রতি একযোগে আহ্বান জানিয়েছে।