ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় ২১ লাখ মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংলাপে তিনি এ তথ্য জানান। খবর বিবিসি বাংলার।
সিইসি বলেন, “সবচেয়ে বড় কাজ ছিল বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা। আমরা সফলভাবে তা সম্পন্ন করতে পেরেছি। এতে প্রায় ২১ লাখ মৃত ভোটার কর্তন সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কমিশন ইতিমধ্যে নয়টি আইন সংশোধন করেছে। এর ফলে নির্বাচনী প্রস্তুতিতে অনেক অগ্রগতি হয়েছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর জনসংখ্যা ডেটাকে প্রশ্নবিদ্ধ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “একবার প্রকাশিত হওয়ার পর আবার কমিয়ে দেখানোর জন্য বলা হয়েছে, যা ডেটার বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করে।”
ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশের মোট জনসংখ্যা ১৯ কোটি। এর মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই রয়েছে প্রায় ১ কোটি ৫১ লাখ মানুষ বলে জানান নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের উদ্যোগে এই সংলাপ অনুষ্ঠিত হয়।