ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
তিনি বলেন, “নির্বাচন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সে জন্য যুক্তরাজ্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। পোলিং এজেন্টদের প্রশিক্ষণসহ সার্বিক বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে সহায়তা করব।”
সকাল সাড়ে ১১টায় সিইসির কার্যালয়ে বৈঠক শুরু হয়ে তা প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন ব্রিটিশ হাইকমিশনার।
এর আগে চলতি বছরের ১০ মার্চ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছিলেন সারাহ কুক।