নিজস্ব প্রতিবেদক | সকলের কণ্ঠ
রাজধানীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্যসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত সাবেক এমপিরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী।
ডিবি পুলিশ জানিয়েছে, তারা সংগঠনের নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা এবং নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন। এ কারণে তাদের আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডিবির দায়িত্বশীল কর্মকর্তারা।