ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করেছে বাংলাদেশ প্রতিনিধি দল। ফিলিস্তিনের উপর চলমান আগ্রাসন, গাজায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সব সময়ই ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে জোরালো ভূমিকা রেখে আসছে। জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য চলাকালে ওয়াকআউট করে বাংলাদেশ আবারও সেই অবস্থানকে আন্তর্জাতিক অঙ্গনে স্পষ্ট করল।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে গাজায় চলমান মানবিক বিপর্যয় বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি মুসলিমপ্রধান দেশ, বিশেষ করে আরব রাষ্ট্রগুলোর প্রতিনিধি নেতানিয়াহুর ভাষণের সময় সভা কক্ষ ত্যাগ করে। তারা অভিযোগ করেন, ইসরায়েল ফিলিস্তিনি জনগণের মানবাধিকার পদদলিত করছে এবং আন্তর্জাতিক ন্যায়বিচারকে উপহাস করছে।
বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিন ইস্যুতে সুদৃঢ় অবস্থান ধরে রেখেছে। দেশটি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি এবং সব আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের পক্ষে কণ্ঠস্বর তুলছে।