ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে আজ (২৬ সেপ্টেম্বর) ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চলমান বৈশ্বিক অস্থিরতা ও মানবিক সংকটের প্রেক্ষাপটে এবারের অধিবেশন বিশেষ গুরুত্ব বহন করছে।
২২ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুরু হওয়া অধিবেশনে ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বের ১৯৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সাধারণ বিতর্ক শুরু হয়েছে। এতে গাজায় ইসরায়েলি গণহত্যা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বৈশ্বিক সংকট গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। বাংলাদেশ পক্ষ থেকে রোহিঙ্গা সমস্যা, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বিষয়ক ইস্যু তোলা হবে।
প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের পর এক বছরে দেশে সংঘটিত সংস্কার, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনের প্রতিশ্রুতি এবং আসন্ন নির্বাচন আয়োজনের দৃঢ় প্রত্যয় তুলে ধরা হবে। পাশাপাশি আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের চ্যালেঞ্জ, উন্নয়নশীল দেশ থেকে সম্পদ পাচার রোধ, নিরাপদ অভিবাসন ও প্রযুক্তি হস্তান্তরের মতো বিষয়গুলোও তাঁর বক্তৃতায় গুরুত্ব পাবে।
ফিলিস্তিনে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পক্ষেও দৃঢ় অবস্থান জানাবেন প্রধান উপদেষ্টা।
সরকারি সূত্র জানায়, নিউইয়র্ক সফরে ইউনূস জাতিসংঘ মহাসচিবের অভ্যর্থনা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও একাধিক দ্বিপক্ষীয় বৈঠক ও সাইড ইভেন্টে যোগ দেবেন। এছাড়া ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির নেতৃত্বে রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। গত বছর ইউনূসের প্রস্তাবেই এ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ।
এবারের অধিবেশনের প্রতিপাদ্য হলো—“একসঙ্গে ভালো: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের পথে ৮০ বছর ও আরো বেশি” (Better Together: 80 Years and More for Peace, Development and Human Rights)। এতে বিশ্বনেতারা গত আট দশকের সাফল্য তুলে ধরবেন এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করবেন।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস। তাঁর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির আকতার হোসেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকসহ উপদেষ্টা পরিষদের সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।