ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে, এজন্য প্রতিটি নেতাকর্মীকে পূজামণ্ডপ পাহারা দিতে হবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর লালবাগের কেল্লার মোড় শ্মশান ঘাটে ঢাকা-৭ আসনের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় ও উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন,
“জনগণ ধানের শীষে ভোট দেবে এজন্য অনেকের গাত্রদাহ হচ্ছে। আমাদের অভাব নেই, তবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এক এলাকায় অনেক প্রার্থী হলেও সবাইকে আগে ধানের শীষে ভোট চাইতে হবে। বিভক্ত হলে জনগণ বিভ্রান্ত হবে। বিএনপি নির্বাচনের জন্য মাঠে নামবে কি না, তা পূজার পর সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী প্রচারণায় কেউ পিছিয়ে নেই। তবে পিআর পদ্ধতি নিয়ে নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে। যারা ফ্যাসিবাদী শক্তির সঙ্গে আঁতাত করেছে তারাই বিশেষ এ পদ্ধতি চাইছে। নির্বাচন না হলে দেশে আবার ফ্যাসিবাদী কায়েম হবে, যা দেশের জন্য ভয়াবহ হবে।
নিউইয়র্কে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে গয়েশ্বর প্রশ্ন তোলেন, মির্জা ফখরুলকে ফেলে দলের কিছু নেতা নির্বিঘ্নে চলে গেলেন, অথচ বাকিরা হেনস্তার শিকার হলেন—এটা কি অবহেলা, নাকি ষড়যন্ত্র?
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার আসলে অন্তর্বর্তী সরকার হলেও কয়েকটি দল সরকারের কাছ থেকে সুবিধা নিচ্ছে। তিনটি মন্ত্রণালয় সরকারের হাতে নেই বলেও দাবি করেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন গণফোরামের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুব্রত চৌধুরী, বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন, সদস্য আনোয়ার পারভেজ বাদল ও সাবেক ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মনি প্রমুখ।