ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ইয়াবা এনে বিনিময়ে বাংলাদেশ থেকে সার, ওষুধ ও চাল পাচার হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। এ সময় তিনি গত এক বছরের সাফল্য, অর্জন ও সার্বিক অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
কৃষি উপদেষ্টা বলেন, “বেশি সার বরাদ্দ দেওয়া হলে তা পাচারের ঝুঁকি বাড়ে। এজন্য প্রয়োজন ছাড়া কোথাও অতিরিক্ত সার দেওয়া হবে না। আমি যতদিন দায়িত্বে থাকব, ততদিন সারের দাম বৃদ্ধি পাবে না।”
তিনি আরও জানান, সারের বাজারে সংকট ও মূল্যবৃদ্ধি রোধে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে সারের ডিলার নির্বাচনে কড়া নজরদারি থাকবে। যার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
গত এক বছরে দেশে সবচেয়ে বেশি উৎপাদন হয়েছে আলু—এ তথ্যও তুলে ধরেন কৃষি উপদেষ্টা। তার ভাষায়, “এ বছর দেশে ১১৫.৭৩৬ মেট্রিক টন আলুর উৎপাদন হয়েছে। উৎপাদন বেশি হওয়ায় বর্তমানে কোল্ড স্টোরেজে প্রচুর আলু মজুত আছে। তবে উৎপাদন বাড়ায় কৃষকরা ন্যায্য দাম না পাওয়ার সমস্যায় পড়ছেন।”
সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানান, সারের যোগান, দাম ও সুষ্ঠু ব্যবস্থাপনায় নতুন নীতি গ্রহণ করা হচ্ছে। যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হন এবং একই সঙ্গে পাচারকারীরাও সুযোগ না পায়।