ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকাল থেকেই ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের মোট ১৯টি কেন্দ্রে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন প্রার্থী। গত ১১ আগস্ট তফসিল ঘোষণার পর থেকে ধাপে ধাপে মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাই, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ডোপ টেস্ট সম্পন্ন করা হয়।
নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুরো ক্যাম্পাসে মোতায়েন রয়েছে ৩৫০ জন নিরাপত্তা সদস্য। প্রতিটি ভোটকেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী এবং কুইক রেসপন্স টিমও দায়িত্ব পালন করছে।
এর আগে ২০১৩ সালে প্রথমবারের মতো গণ বিশ্ববিদ্যালয়ে গকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালে।