ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ব্যবসায়ী এস আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
এস আলমের তিন ভাই— রাশেদুল আলম, মারুফ আলম ও মাজেদুল আলম। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জন করেছেন তারা।
এর আগে গত ২৩ জুলাই আদালত এস আলম সুপার এডিবল অয়েলের বিরুদ্ধে ১৩ হাজার ৩১৭ কোটি টাকার ঋণ খেলাপি মামলায় কোম্পানিটির সম্পত্তি ও শেয়ার হস্তান্তর স্থগিতের নির্দেশ দিয়েছিল।
এস আলম সুপার এডিবল অয়েল, এস আলম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। সংস্থাটি অপরিশোধিত ভোজ্যতেল আমদানি করে দেশে পরিশোধন ও বাজারজাত করত। ২০০৬ সাল থেকে প্রতিষ্ঠানটি ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে ঋণ সুবিধা নেয়। বর্তমানে ব্যাংকের কাছে তাদের ১৩ হাজার ৩১৭ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৮১৩ টাকা বকেয়া রয়েছে।
ঋণের বিপরীতে এস আলম গ্রুপ বিভিন্ন কারখানা, যন্ত্রপাতি ও দেশের বিভিন্ন স্থানের মোট ৭২৬ শতক জমি জামানত হিসেবে দিয়েছে। তবে এসব জামানতের সর্বোচ্চ বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকার বেশি নয়।