জাহিদ হাসানের গ্রামের বাড়িতে এনসিপি নেতাকর্মীদের বিক্ষোভ ও প্রতীকী প্রতিবাদ
ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ব্যাপক সমালোচনা ছড়িয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের শরীয়তপুরের নড়িয়ায় গ্রামের বাড়িতে পাল্টা ডিম নিক্ষেপ করে স্থানীয় এনসিপি নেতাকর্মী ও এলাকাবাসী।
ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায় নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে, যা জাহিদ হাসানের নিজ গ্রাম।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে আখতার হোসেন যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এ হামলার ঘটনা ঘটে। বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের একদল কর্মী তাকে লক্ষ্য করে ডিম ছোড়ে।
এ ঘটনায় দায়ী হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের নাম উঠে আসে।
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শরীয়তপুর জেলা এনসিপির সমন্বয়কারী রুহুল আমিনের নেতৃত্বে স্থানীয় এনসিপি নেতাকর্মী ও ছাত্র-জনতা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জাহিদ হাসানের গ্রামের বাড়ির সামনে গিয়ে শেষ হয়।
এ সময় তারা প্রতীকী প্রতিবাদ হিসেবে বাড়ির দেয়াল ও ফটকে ডিম নিক্ষেপ করেন। ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা দাবি করেন, “যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর হামলার নেপথ্যে জাহিদ হাসান জড়িত। তাই তার গ্রামে এই প্রতীকী প্রতিবাদ করা হয়েছে।”