ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের ৩২ হাজার ৯৯০টি পূজা মণ্ডপে মোট ১৬ হাজার ৪৯৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রতিটি পূজা মণ্ডপে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হবে।
সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ শাখার সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, দেশের প্রতিটি জেলার জেলা প্রশাসকের কাছে বরাদ্দ পৌঁছে দেওয়ার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপনে ভক্তদের আহার্য বিতরণের জন্য ৬৪ জেলার ৩২,৯৯০টি পূজা মণ্ডপে প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৯৫ মেট্রিক টন। এ বরাদ্দ নির্দিষ্ট শর্ত ও ছকে বর্ণিত বিভাজন অনুযায়ী জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণ করা হবে।
২০২৫-২০২৬ অর্থবছরের জন্যও একইভাবে পূজা মণ্ডপের সংখ্যা ও প্রতি মণ্ডপে ৫০০ কেজি হারে চাল বরাদ্দ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এছাড়া জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে, নিজ জেলার পূজা মণ্ডপ ও মন্দিরের সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য, সচ্ছলতা ও দারিদ্র্য বিবেচনা করে উপজেলা পর্যায়ে চাল উপ-বরাদ্দ করতে। যদি কোনো জেলায় পূজা মণ্ডপের সংখ্যা কম থাকে, তাহলে অতিরিক্ত চাল মজুদ রেখে মন্ত্রণালয়কে অবহিত করার পাশাপাশি নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।