ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের তালিকায় যুক্ত হলো আরও পাঁচটি দেশ। দুর্নীতি দমন কমিশন (দুদক) জানায়, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও দুবাইয়ের বাইরে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়ায়ও তার বিপুল সম্পত্তির প্রমাণ মিলেছে।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম। তিনি জানান, ইতোমধ্যেই প্রাথমিক তদন্তে এসব দেশের সম্পদের তথ্য পাওয়া গেছে।
এর আগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের একটি বাড়িতে শনিবার দিবাগত রাত ৪টা ১৫ মিনিটে অভিযান চালায় দুদক। সেখানে সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট গ্রুপের অফিস থেকে ২৩ বস্তা নথি উদ্ধার করা হয়। এসব নথিতে বিদেশি সম্পদ, ব্যাংক অ্যাকাউন্ট ও বিনিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পুলিশ সদস্য ও উপস্থিত স্বাক্ষীদের সামনে নথিগুলো জব্দ করা হয়। দুদকের দাবি, উদ্ধার হওয়া তথ্য বিশ্লেষণ করলে সাবেক মন্ত্রীর অবৈধ সম্পদের চিত্র আরও স্পষ্ট হয়ে উঠবে।
উল্লেখ্য, এর আগেই দুদক জানায়—যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে সাইফুজ্জামান চৌধুরীর নামে ৫৮২টি সম্পদের খোঁজ মিলেছে। সর্বশেষ উদ্ধারকৃত নথির মাধ্যমে এ তালিকায় নতুন করে আরও পাঁচটি দেশের নাম যুক্ত হলো।
দুদকের কর্মকর্তারা বলছেন, এই তদন্ত শেষ হলে সাইফুজ্জামানের বিরুদ্ধে বড় ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।