ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে গ্রিসের রাজধানী এথেন্সে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) শত শত ফিলিস্তিন সমর্থক শহরের রাজপথে নেমে আসে এবং পার্লামেন্ট ভবন ঘেরাও করে তীব্র প্রতিবাদ জানায়।
বিক্ষোভকারীরা ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানিয়ে গ্রিক সরকারকে তেলআবিবের সাথে কূটনৈতিক, সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। এসময় নানা শ্রেণি-পেশার মানুষ ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে নিয়ে সমবেত হন এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন।
এক বিক্ষোভকারী জানান, “গ্রিসের উচিত ইসরায়েলের সাথে সমস্ত সামরিক, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা বন্ধ করা।” অন্যদিকে একজন শিক্ষার্থী ফিলিস্তিনি সহপাঠীদের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, “যাদের স্কুলে বোমা হামলা চালানো হয়েছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
আন্দোলনকারীরা আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা সিটি দখল অভিযান মানবতার বিরুদ্ধে ভয়াবহ পদক্ষেপ। তারা অবিলম্বে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির দাবি জানান।
গ্রিসে আয়োজিত এ বিক্ষোভে আন্তর্জাতিক মহলে গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন করে চাপ সৃষ্টি করার আহ্বান জানানো হয়।