রাজধানীর বাজারে কেজিতে ২০-৩০ টাকা পর্যন্ত কমেছে সবজি, চালও কমেছে ২-৪ টাকা, তবে ডিম ও ব্রয়লার মুরগির দামে চাপ অব্যাহত
ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
রাজধানীর বাজারে টানা মূল্যবৃদ্ধির পর সপ্তাহের ব্যবধানে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির দামে। গড়ে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে বেশিরভাগ মৌসুমি সবজির দাম। একই সঙ্গে কমেছে চাল ও পেঁয়াজের দামও। তবে বেড়েছে ডিম ও ব্রয়লার মুরগির দাম, যা নিয়ে ভোক্তাদের মধ্যে নতুন করে চাপ তৈরি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নয়াবাজার, শান্তিনগর ও কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
সরকার গত আগস্টে বেসরকারিভাবে ৫ লাখ টন চাল আমদানির অনুমতি দেয়। আমদানি করা চাল বাজারে আসায় সরবরাহ বেড়ে দাম কমতে শুরু করেছে। বর্তমানে নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭৬ থেকে ৮২ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৮০ থেকে ৮৬ টাকা। মিনিকেট চাল পাওয়া যাচ্ছে ৭৪ থেকে ৭৯ টাকায়, ব্রি-২৮ বিক্রি হচ্ছে ৫৯ থেকে ৬১ টাকায়, পাইজাম ৫৯ থেকে ৬০ টাকায়, আর স্বর্ণা ও গুটি চাল বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৪ টাকায়।
তবে পোলাও চালের দাম উল্টো বেড়েছে। কারওয়ানবাজারের ব্যবসায়ী আবু ওসমান জানান, আগে যে পোলাও চাল ৮৫ টাকা ছিল, সেটি এখন ৯৮ টাকা, আর ১০১ টাকার চাল দাঁড়িয়েছে ১১০ টাকায়।
আশ্বিনে নতুন মৌসুমি সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে। গত সপ্তাহের তুলনায় কাঁচা মরিচের দাম নেমে এসেছে কেজিপ্রতি ১৫০ টাকায় (আগে ছিল ১৮০-২০০ টাকা)। টমেটো এখন ১০০ টাকা, করলা ৫০-৬০ টাকা, ঢেঁড়শ ও পটোল ৫০-৬০ টাকা, লম্বা বেগুন ৬০-৭০ টাকা, গোল বেগুন ১০০-১২০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, লাউ ৬০ টাকা, পেঁপে ২০-৩০ টাকা।
এছাড়া কাঁকরোল ৬০ টাকা, কচু ৫০-৬০ টাকা, শসা ৫০-৬০ টাকা, গাজর ৯০-১০০ টাকা এবং ধনিয়া পাতা ১০০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বর্তমানে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৭০-৭৫ টাকা এবং আলু ২০-২২ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির বাজারে স্বস্তি ফিরলেও মুরগি ও ডিমের বাজারে চড়া দাম অব্যাহত রয়েছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ টাকা, পাকিস্তানি সোনালি কক মুরগি ২৫০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দামও ডজনপ্রতি ৫-১০ টাকা বেড়ে লাল ডিম ১৪০ টাকা এবং সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে অনেক স্থানে লাল ডিম ডজনপ্রতি ১৫০ টাকায়ও বিক্রি হচ্ছে।
মিঠা পানির মাছের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। রুই ও কাতলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৫০-৪০০ টাকায়, তেলাপিয়া ২২০-২৪০ টাকায়। তবে ইলিশের দাম কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।