এক বছর পার হলেও আতঙ্ক কাটেনি, বিশেষ অভিযানের দাবি স্থানীয়দের
ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্রের মধ্যে এখনো ১৯টি অস্ত্র উদ্ধারের বাইরে রয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানকালীন আন্দোলনের সময় এসব অস্ত্র লুট হয়। এক বছর পেরিয়ে গেলেও উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ফেরত না আসায় স্থানীয়দের মধ্যে শঙ্কা বিরাজ করছে।
থানা সূত্রে জানা গেছে, নিখোঁজ অস্ত্রের মধ্যে রয়েছে—চায়না রাইফেল ২টি, চায়না এসএমজি ১টি, ১২ বোর শটগান ৭টি, চায়না পিস্তল ১টি, নাইন এমএম পিস্তল ৪টি এবং গ্যাস গান ৪টি। সব মিলিয়ে মোট ১৯টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন,
“গত বছরের সেই আন্দোলনের সময় বিভিন্ন ধরনের অস্ত্র লুট হয়েছিল। ইতোমধ্যে বেশ কিছু উদ্ধার করা গেলেও ১৯টি অস্ত্র এখনো নিখোঁজ রয়েছে। আমরা সেগুলো উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”
তবে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। সাধারণ মানুষের আশঙ্কা, নিখোঁজ অস্ত্রগুলোর কিছু হয়তো ইতোমধ্যেই বিভিন্ন অপরাধী চক্র বা সন্ত্রাসীদের হাতে চলে গেছে। এতে বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।
স্থানীয় সচেতন মহল বলছেন, যত দিন এসব অস্ত্র উদ্ধারের বাইরে থাকবে, তত দিন এলাকায় অপরাধ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকবে। তাদের দাবি, দ্রুত বিশেষ অভিযান চালিয়ে নিখোঁজ অস্ত্র উদ্ধার করতে হবে। পাশাপাশি থানাসহ সরকারি অস্ত্রাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা জরুরি, যাতে ভবিষ্যতে আর কখনো এ ধরনের ঘটনা না ঘটে।