আট বিভাগীয় শহরের ২৫৬ কেন্দ্রে অংশ নিলেন তিন লাখ ৭৪ হাজারের বেশি প্রার্থী
ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
৪৭তম বিসিএস প্রিলিমিনারি (এমসিকিউ টাইপ) পরীক্ষা আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শুরু হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আট বিভাগীয় শহরের মোট ২৫৬ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। এতে অংশ নিয়েছেন তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।
পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে হলে প্রবেশ করতে হয়। প্রবেশের সময় পরীক্ষার্থীর প্রবেশপত্রে দেওয়া তথ্য ও ছবি হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষরের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়।
এবারের প্রিলিমিনারি পরীক্ষায় থাকছে মোট ২০০টি এমসিকিউ প্রশ্ন। প্রতিটি সঠিক উত্তরের জন্য একজন পরীক্ষার্থী পাবেন ১ নম্বর, তবে ভুল উত্তরের ক্ষেত্রে প্রতিটি প্রশ্নে ০.৫০ নম্বর কাটা যাবে।