গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫২ মিনিটে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জরুরি বার্তা দিয়ে সমর্থকদের দোয়া প্রার্থনা করা হয়।
বার্তায় জানানো হয়, হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও নুর এখনো পুরোপুরি সুস্থ নন। মাথা, নাক ও মুখমণ্ডলে গুরুতর আঘাতের কারণে চিকিৎসকরা তাকে অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এছাড়া নাক ও চোয়ালের আঘাতের কারণে শক্ত খাবার খাওয়া এবং কথা বলার ক্ষেত্রে কড়াকড়ি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবুও রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি মনের জোরে কিছু সাক্ষাৎ ও কথা বলার চেষ্টা করেছেন।
এতে আরও বলা হয়, আপাতত তার সঙ্গে সব ধরনের সাক্ষাৎ ও সরাসরি আলাপ বন্ধ রাখা হয়েছে। সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বার্তায় অনুরোধ জানানো হয়েছে, নুরের দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া করতে।
এর আগে ১৫ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে টানা ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর ছাড়পত্র পান নুরুল হক নুর। কাকরাইলে রাজনৈতিক সহিংসতায় গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ছাড়পত্র পাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, “আমি এখনো পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায় যাচ্ছি। এরপর অন্য হাসপাতালে চিকিৎসা নেব।”