ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতাদের ওপর আবারো হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৫ সেপ্টেম্বর) জেরুজালেমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যেখানেই থাকুক না কেন, হামাস নেতারা রেহাই পাবেন না।” খবর বিবিসির।
নেতানিয়াহু বলেন, প্রতিটি দেশেরই তার সীমানার বাইরে আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন—কাতারে আর হামলা চালাবে না ইসরাইল।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরাইল বিমান হামলা চালায়। ওই হামলায় ছয়জন নিহত হলেও প্রাণে বেঁচে যান সংগঠনের শীর্ষ নেতারা। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন নেতানিয়াহু। হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা ছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ইসরাইল এককভাবেই এ অভিযান পরিচালনা করেছে।
মার্কিন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে রুবিও জানান, “আমাদের উপসাগরীয় মিত্রদের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রয়েছে।”
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ হামলার কড়া সমালোচনা করে বলেন, এটি ইসরাইল কিংবা যুক্তরাষ্ট্রের লক্ষ্যকে কোনোভাবেই এগিয়ে নেবে না। পাশাপাশি তিনি কাতারকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে অভিহিত করেন।
নেতানিয়াহু ও রুবিওর এই বৈঠক এমন এক সময় হলো, যখন আরব-মুসলিম দেশগুলো কাতারের প্রতি একাত্মতা ঘোষণা করেছে। সোমবার দোহায় অনুষ্ঠিত জরুরি শীর্ষ সম্মেলনে আরব ও মুসলিম নেতারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্বিমুখী আচরণ বন্ধ করার আহ্বান জানান। একইসঙ্গে তারা ইসরাইলকে শাস্তির আওতায় আনার দাবি তোলেন।