ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে ১ শতাংশ উৎসে কর (TDS) আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য হওয়ায় এসব ভোজ্যতেল আমদানিতে উৎসে কর দিতে হতো না। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আমদানিকারকদের এখন থেকে এই কর প্রদান করতে হবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে জারি করা এক প্রজ্ঞাপনে এনবিআর জানায়, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন, ভ্যাট নিবন্ধিত ভোজ্যতেল পরিশোধন শিল্পের মাধ্যমে অপরিশোধিত তেল আমদানি, সানফ্লাওয়ার বীজ ও তেল এবং ভুট্টার তেল আমদানিতে ১ শতাংশ হারে উৎসে কর নির্ধারণ করা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাসের কারণে গত আগস্টের মাঝামাঝি দেশে ভোজ্যতেলের দাম সমন্বয় করে সরকার। সেই সময় পাম তেলের দাম লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে ১৬৯ টাকা থেকে ১৫০ টাকায় নামানো হয়। তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থেকে প্রতি লিটার বোতল ১৮৯ টাকা নির্ধারিত রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, নতুন উৎসে কর আরোপের ফলে আমদানিকারকদের খরচ কিছুটা বাড়তে পারে। তবে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম নিম্নমুখী থাকায় ভোক্তা পর্যায়ে তাৎক্ষণিক বড় ধরনের প্রভাব পড়বে না বলে আশা করা হচ্ছে।