ডেস্ক রিপোর্ট:
তুরস্কে আবারও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে ফুঁসে উঠেছে হাজার হাজার মানুষ। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানী আঙ্কারার রাজপথে বিরোধী দলীয় সমর্থকরা জড়ো হয়ে পতাকা হাতে সরাসরি পদত্যাগের স্লোগান দেন। এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।
দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)-র কংগ্রেস নীতিমালা বাতিল সংক্রান্ত মামলার কার্যক্রম স্থগিতের দাবিতেই এই বিক্ষোভের সূচনা হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, গত এক বছর ধরে আঙ্কারা প্রশাসন বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর আইনি দমন-পীড়ন চালাচ্ছে। চলমান মামলার রায়ের মাধ্যমে ক্ষমতাচ্যুত হতে পারেন বিরোধী নেতা, যিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
কারাগার থেকে পাঠানো এক বার্তায় সিএইচপি নেতা একরেম ইমামোগলু দাবি করেন, সরকার আগামী নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারণের চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারিক পদক্ষেপ ও ভিন্নমত দমনের মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করছে এরদোগান সরকার। আঙ্কারার সমাবেশে উচ্চস্বরে এই বার্তা প্রচারিত হয়।
গত মার্চ মাসে ইমামোগলুর গ্রেফতারের পর থেকেই তুরস্কে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে। এর প্রভাব পড়েছে অর্থনীতিতেও। দেশটির মুদ্রা লিরা ক্রমাগত দরপতনের মুখে, যা তুরস্কের অর্থনীতিকে নড়বড়ে করে তুলেছে।