ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দলটির পক্ষ থেকে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী—
- ১৮ সেপ্টেম্বর: রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল
- ১৯ সেপ্টেম্বর: সব বিভাগীয় শহরে বিক্ষোভ
- ২৬ সেপ্টেম্বর: দেশব্যাপী সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল
জামায়াতের দাবি অনুযায়ী, জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন, আসন্ন নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন, নির্বাচনকালে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবি পূরণের আহ্বান জানানো হয়েছে।
দলটি বলছে, এসব দাবি বাস্তবায়ন না হলে নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে না। তাই তারা সমমনা ইসলামী দলগুলোকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসও একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। ফলে ইসলামী দলগুলোর এই যুগপৎ আন্দোলন আগামী দিনগুলোতে আরও বেগবান হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনায় এসেছে।