ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে চবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় মোট ২৭ হাজার ৬৩৪ জন ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, রোববার থেকেই চাকসু নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
চাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের জন্য ৩০০ টাকা এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরমের জন্য ২০০ টাকা নগদ জমা দিতে হবে। নির্ধারিত ফি জমা দেওয়ার পর রশিদসহ মনোনয়ন ফরম চাকসু অফিস থেকে সংগ্রহ করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।