ডেস্ক রিপোর্ট, সকলের কণ্ঠ
লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের ইয়ার্ড থেকে বিপুল পরিমাণ নতুন দুই টাকার নোট পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত নোটের মোট মূল্য ১ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, মাদক সেবন অথবা নোট চোরাচালানের উদ্দেশ্যে একটি চক্র এই টাকাগুলো এখানে নিয়ে এসেছিল।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে স্থলবন্দরের নিরাপত্তা প্রহরী খোলা ইয়ার্ডে নতুন টাকার নোটের একটি বড় বান্ডিল দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানালে, খবর পেয়ে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ বুড়িমারী চেকপোস্ট বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং নোটগুলো জব্দ করে।
এ প্রসঙ্গে বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান বলেন, “নিরাপত্তা প্রহরীদের কাছ থেকে খবর পাওয়ার পর আমরা দ্রুত বিজিবিকে সঙ্গে নিয়ে নোটগুলো উদ্ধার করি।”
বিজিবি চেকপোস্ট কমান্ডার আনজারুল ইসলাম জানান, পণ্যবাহী ট্রাকে করে চোরাচালান হতে পারে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চলছিল। এরই মধ্যে বন্দর ইয়ার্ডে পরিত্যক্ত অবস্থায় এক লাখ টাকার বান্ডিলটি পাওয়া যায়। তিনি বলেন, “জব্দকৃত নোটগুলো বর্তমানে ৬১-বিজিবির হেফাজতে আছে এবং এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালানকারীরা বিজিবি’র তল্লাশির খবর পেয়ে নোটগুলো ফেলে পালিয়ে যায়। এই ঘটনার সঙ্গে জড়িত চক্রকে খুঁজে বের করতে তদন্ত চলছে।