ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
বিদ্যুৎ উপদেষ্টার আশ্বাসে আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ঘোষিত গণছুটি কর্মসূচি প্রত্যাহার করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন (পিবিএ)।
বিবৃতিতে জানানো হয়, গ্রাম ও শহরের বিদ্যুৎ বৈষম্য দূর করে মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে একটি টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়ার দাবিতে তারা ২০২৪ সালের জানুয়ারি থেকে আন্দোলন চালিয়ে আসছেন। এ সময় সরকার বিভিন্ন সময়ে একাধিক কমিটি গঠন করলেও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অসহযোগিতার কারণে তা বাস্তবায়ন হয়নি।
অ্যাসোসিয়েশনের দাবি, আরইবির দমন-পীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলেই মামলা, চাকরিচ্যুতি, বরখাস্ত ও শাস্তিমূলক বদলির মতো হয়রানির শিকার হতে হয় কর্মকর্তা-কর্মচারীদের। শুধু চলতি বছরেই আন্দোলনের কারণে ১৭২ জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা, ২০ জন কর্মকর্তার জেল, ৪০ জনকে চাকরিচ্যুতি, ৮৭ জনকে বরখাস্ত বা সংযুক্ত করা হয়েছে। এছাড়া প্রায় সাড়ে ৬ হাজার কর্মীকে শাস্তিমূলক বদলির মুখোমুখি হতে হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, গত ২১ মে থেকে শহীদ মিনারে টানা ১৬ দিন অবস্থান কর্মসূচির পর বিদ্যুৎ বিভাগের লিখিত আশ্বাসে ৫ জুন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছিল। এরপর ১৭ জুন দুটি কমিটি গঠন করা হলেও তাদের সুপারিশ বাস্তবায়ন না করে বরং দমন-পীড়ন অব্যাহত রাখা হয়। সর্বশেষ ১৭ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত আটজন কর্মকর্তা চাকরিচ্যুত এবং ২৮ জনকে বরখাস্ত করা হয়।
পরিস্থিতি মোকাবেলায় ৩১ আগস্ট থেকে টানা পাঁচ দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হলেও সমাধান না আসায় ৭ সেপ্টেম্বর থেকে গণছুটি কর্মসূচি ঘোষণা করা হয়। তবে বিদ্যুৎ উপদেষ্টার সাম্প্রতিক আশ্বাসের পরিপ্রেক্ষিতে সেই কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন।