ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনার কাজ চলমান রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২১টি হলের মধ্যে ১৭টির ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে পাঁচটি হলে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) ও জেনারেল সেক্রেটারি (জিএস) পদে নির্বাচিত প্রার্থীদের নাম অনানুষ্ঠানিকভাবে জানা গেছে।
মীর মশাররফ হোসেন হলে স্বতন্ত্র প্রার্থী জুবায়ের শাবাব ভিপি পদে জয়ী হয়েছেন। ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৮তম আবর্তনের এই শিক্ষার্থী পেয়েছেন ১৫১ ভোট। একই হলে জিএস পদে ১৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শাহরিয়া নাজিম রিয়াদ। এ ছাড়া এজিএস পদে জয় পেয়েছেন আরাফাত, যার প্রাপ্ত ভোট ১৭৯।
শহীদ সালাম-বরকত হলে ভিপি পদে জয় পেয়েছেন রসায়ন বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী মারুফ। জিএস পদে নির্বাচিত হয়েছেন মো. মাসুদ রানা মিষ্টু।
১০ নম্বর ছাত্র হল (সাবেক মুজিব হল)-এ ভিপি পদে নির্বাচিত হয়েছেন আসিফ মিয়া, জিএস পদে মেহেদি হাসান এবং এজিএস পদে জয়ী হয়েছেন নাদিম মাহমুদ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভিপি হয়েছেন মো. রাকিবুল ইসলাম। জিএস পদে জয়ী হয়েছেন আলী আহমদ এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন লাবিব।
আ.ফ.ম. কামালউদ্দিন হল সংসদে ভিপি পদে জয় পেয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী জিএম রায়হান কবীর এবং জিএস পদে আবরার শাহরিয়ার।
এছাড়াও আলবেরুনি হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন মুন্তাসির খান অর্পণ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত এ জাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তবে সব হলে ভোট গণনা শেষ না হওয়ায় পূর্ণাঙ্গ ফলাফলের জন্য শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।