ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ। তিনি বলেন, প্রশাসনের কাছে বারবার অভিযোগ করলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, বরং একটি ছাত্র সংগঠনের প্রতি প্রকাশ্য পক্ষপাত দেখানো হচ্ছে।
মঙ্গলবার উদয়ন স্কুল অ্যান্ড কলেজ সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরহাদ এ অভিযোগ করেন। তিনি জানান, ইউল্যাব সেন্টারে ইসলামী আন্দোলনের এক প্রার্থীর পোলিং এজেন্টকে ছাত্রদল বের করে দিয়েছে। এ বিষয়ে প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ফরহাদ বলেন, “ভোটকেন্দ্রের ১০০ গজ দূরে ডেস্ক বসানোর নিয়ম থাকলেও ছাত্রদল সেন্টারের সামনে ডেস্ক বসিয়েছে এবং ভোটার লাইনে টোকেন দিচ্ছে। অথচ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের কাছে মনে হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে।”
ভোটের সামগ্রিক চিত্র নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এখন পর্যন্ত নির্বাচন ভালো হচ্ছে এবং প্রতিটি কেন্দ্রে ভোটারদের সাড়া পাওয়া যাচ্ছে। তবে প্রশাসনের পক্ষপাতের বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।”