সকলের কণ্ঠ ডেস্ক রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) প্রচারণার শেষ দিনে ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মুহাইমেনুল ইসলাম তকি ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে আলোচনায় আসেন। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক এক ভিডিও বার্তায় তাকিকে শুভকামনা জানান।
ভিডিও বার্তায় মিসবাহ বলেন, “আসসালামু আলাইকুম তকি ভাই, আশা করি আপনি ভালো আছেন। আপনার জন্য আমার শুভকামনা থাকবে। আপনি একজন ভালো ক্রিকেটার এবং ভালো মানুষ। আমার বিশ্বাস, আপনি ৯ সেপ্টেম্বর অনেক ভালো করবেন। সবাই আপনার পাশে আছে। আমার পক্ষ থেকে অনেক দোয়া রইলো। ইনশাআল্লাহ আপনি সফল হবেন।”
তকি এবারের ডাকসু নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ঢাকা লিগ খেলা ও জাতীয় স্পিন ক্যাম্পে অংশ নেওয়া একজন ক্রিকেটার হিসেবেও পরিচিত। এ পদে মোট ১৩ জন প্রার্থী লড়াই করছেন।
এর আগে আরেক প্রার্থী জহিন হোসেন জামিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব।