ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দেশটির গণমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।
গত বছরের অক্টোবরে দায়িত্ব নেন ইশিবা শিগেরু। শুরুতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও দলীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। প্রথমে নিম্নকক্ষে এবং পরবর্তীতে চলতি বছরের জুলাইয়ে উচ্চকক্ষে তাঁর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়।
এই অবস্থায় দলের ভেতর থেকেই সমালোচনা ও চাপ বাড়তে থাকে। প্রায় এক সপ্তাহ আগে তাঁর পদত্যাগের গুঞ্জন ছড়ালেও তিনি তখন তা নাকচ করেছিলেন। কিন্তু দলের ভেতর বিভক্তি এড়াতে শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
আগামীকাল সোমবার জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-তে বিশেষ নেতৃত্ব বাছাই হওয়ার কথা রয়েছে। তার আগেই পদত্যাগের ঘোষণা দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের পথ সুগম করলেন ইশিবা শিগেরু।
আল জাজিরা জানিয়েছে, দলের ভেতর সম্ভাব্য বিভক্তি ঠেকাতেই ইশিবা এ সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর পদত্যাগের ফলে এলডিপি দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচনে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।