ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সম্প্রীতির ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী জাকসুর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা অনুসারে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অমর্ত্য রায় (আ ফ ম কামালউদ্দিন হল) ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হয়েছেন। ফলে ভোটার তালিকা ও প্রার্থী তালিকা উভয় স্থান থেকেই তার নাম প্রত্যাহার করা হয়েছে।
জাকসুর গঠনতন্ত্রের ৪ ধারায় বলা আছে, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ও বৈধ শিক্ষার্থীরাই সংসদের সদস্য হিসেবে গণ্য হবেন। কেবল তারাই ভোটার এবং প্রার্থী হওয়ার যোগ্য হবেন।
শর্ত অনুযায়ী—
- স্নাতক (সম্মান) শ্রেণিতে সর্বোচ্চ ৬ বছর (৪+২)
- স্নাতকোত্তর শ্রেণিতে সর্বোচ্চ ২ বছর (১+১)
অধ্যয়ন করা শিক্ষার্থীরাই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন এবং নির্বাচনে অংশ নিতে পারবেন।
তবে কিছু বিভাগে বিশেষ ছাড় রয়েছে। ফার্মেসি বিভাগে স্নাতক (সম্মান) কোর্সের মেয়াদ ৫ বছর হওয়ায় শিক্ষার্থীরা সর্বোচ্চ ৭ বছর (৫+২) ভোটার হওয়ার সুযোগ পান। অন্যদিকে চারুকলা বিভাগে স্নাতকোত্তর শ্রেণির মেয়াদ ১.৫ বছর হওয়ায় সেখানে শিক্ষার্থীরা সর্বোচ্চ ৩ বছর (২+১) অধ্যয়নকালীন ভোটার হওয়ার অধিকারী হন।
অমর্ত্য রায় উল্লিখিত শর্ত পূরণ করতে না পারায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় নির্বাচন কমিশন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন্ন জাকসু নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ বাড়লেও ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল হওয়ায় সম্প্রীতির ঐক্য প্যানেলে চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।