ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ঢাকা: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার উদ্যোগে রাজধানীতে জশনে জুলুসের আয়োজন করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হন সারাদেশ থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি। তারা মিলিতভাবে নবী করিম (সা.)-এর জন্মদিনকে স্মরণ করে আনন্দ ও নৈতিক শিক্ষা সমৃদ্ধ অনুষ্ঠান উপভোগ করেন।
জশনে জুলুসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার চেয়ারম্যান, মাইজভাণ্ডার দরবার শরীফের হযরত শাহসুফী শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ অল-হাসানী। তিনি সকলকে প্রার্থনা ও ইসলামী মূল্যবোধে জীবনযাপন করার আহ্বান জানান।
জশনে জুলুসটি দোয়েল চত্ত্বর, শিক্ষা ভবন হয়ে কদমপোয়ারা এলাকায় ঘুরে আবার সোহরাওয়ার্দী উদ্যানে ফিরে এসে শান্তি সমাবেশে মিলিত হয়। এতে ধর্মপ্রাণরা একসঙ্গে মিলিত হয়ে নবী করিম (সা.)-এর স্মরণে দোয়া ও নাফিলা নামাজে অংশগ্রহণ করেন।
মহাসমাবেশে আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার চেয়ারম্যান হযরত শাহসুফী শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ অল-হাসানী বলেন, “প্রত্যেক মুসলিমের উচিত নবীর জীবন ও শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে নৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করা। এই জশনে জুলুস আমাদের ঐক্য এবং ভালোবাসার প্রতীক।”