ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস)-এর বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল এ২৩এ দ্রুত ভেঙে একাধিক বড় টুকরোতে বিচ্ছিন্ন হচ্ছে।
এ২৩এ শুধু আকারে বিশাল নয়, এটি পৃথিবীর সবচেয়ে পুরোনো হিমশৈলগুলোরও একটি। ১৯৮৬ সালে হিমশৈলটি অ্যান্টার্কটিকার ফিলচনার বরফ সোপান (আইস শেলফ) থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রের তলদেশে আটকে পড়েছিল।
একসময় এ২৩এ-র আয়তন ছিল প্রায় ৩ হাজার ৯০০ বর্গকিলোমিটার—যা একটি বড় শহরের সমান। তবে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, বিশাল এ হিমশৈল ধীরে ধীরে ক্ষয় হচ্ছে এবং টুকরো টুকরো হয়ে যাচ্ছে।
বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধি এবং বাতাসের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে অ্যান্টার্কটিকার বরফশৈলগুলো ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ছে। এ২৩এ-র ভাঙনকে সেই প্রভাবেরই বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, ভবিষ্যতে অ্যান্টার্কটিকার আরও হিমশৈল ভেঙে সমুদ্রে ভেসে যেতে পারে। এটি বৈশ্বিক জলবায়ুর জন্য একটি বড় হুমকি তৈরি করবে।
সূত্র: সিএনএন নিউজ