ডেস্ক রিপোর্ট
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ফের বড় ধরনের সিরিয়াল নাশকতার ছক ফাঁস হয়েছে বলে আশঙ্কা করছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুম্বাই ট্রাফিক পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে পাঠানো একটি বার্তায় দাবি করা হয়, ৩৪ জন আত্মঘাতী জঙ্গি প্রায় ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরক নিয়ে শহরে প্রবেশ করেছে। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবরটি পৌঁছেছে দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থার কাছেও।
ভয়াবহ বার্তাটি হাতে আসার পর সকাল থেকেই নগরীতে শুরু হয় তল্লাশি অভিযান। পুলিশ ‘হাই অ্যালার্ট’ জারি করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় কড়া নজরদারি শুরু করেছে। বিশেষ করে রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড ও আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে চিরুনি তল্লাশি।
মুম্বাই পুলিশ জানায়, হুমকি বার্তায় বলা হয়েছে—৩৪ জন জঙ্গি ৩৪টি গাড়ি ব্যবহার করে শহরে প্রবেশ করেছে। তারা ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরক ব্যবহার করে একাধিক স্থানে সিরিয়াল বিস্ফোরণের পরিকল্পনা করছে, যার লক্ষ্য মুম্বাইসহ গোটা দেশকে কাঁপিয়ে দেওয়া।
পুলিশ সূত্রের দাবি, ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরক ব্যবহার করলে তা মুহূর্তেই কয়েক কোটি মানুষের প্রাণহানি ঘটাতে পারে। এ ঘটনায় গোয়েন্দা সংস্থার প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, প্রায় ১৪ জন পাকিস্তানি জঙ্গি ইতোমধ্যে ভারতে প্রবেশ করেছে।
তবে কে বা কারা এই বার্তাটি মুম্বাই ট্রাফিক পুলিশকে পাঠিয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। বিষয়টিকে অতি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।