ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
পশ্চিম তীরে নতুন দখলদারিত্ব পরিকল্পনাকে ‘রেড লাইন’ হিসেবে আখ্যা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার (৩ সেপ্টেম্বর) দেশটির পক্ষ থেকে ইসরায়েলকে এই সতর্কবার্তা দেওয়া হয়। বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আমিরাতের জ্যেষ্ঠ কর্মকর্তা লানা নুসেইবেহ বলেন, পশ্চিম তীরে এ ধরনের পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে আরও জটিল করে তুলবে এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ‘মৃত্যুঘণ্টা’ বাজাবে। সম্প্রতি ইসরায়েলের অতি-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের প্রায় চার-পঞ্চমাংশ দখলের প্রস্তাব দেওয়ার পর এ মন্তব্য আসে।
অন্যদিকে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরে দখলদারিত্বের এ পরিকল্পনা আব্রাহাম চুক্তির স্পষ্ট অবমাননা। চুক্তিটি শুরু থেকেই ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের একটি কৌশলগত প্রতিশ্রুতি হিসেবে দেখা হয়েছিল বলেও মন্তব্য করেছে তারা। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলি সরকার।
উল্লেখ্য, ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত দীর্ঘ ২৬ বছর পর প্রথম আরব দেশ হিসেবে আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। পরে বাহরাইন ও মরক্কোও এতে যোগ দেয়। চুক্তির পর থেকে আবুধাবি ও তেলআবিবের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা এবং পর্যটন খাতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। বর্তমানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অন্যান্য আরব দেশ, বিশেষ করে সৌদি আরবকে এই চুক্তির আওতায় আনার চেষ্টা করছে।