ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে দখলকৃত জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা বুধবার (৩ সেপ্টেম্বর) রাতেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনের দিকে মিছিল নিয়ে যান। এসময় তারা তার বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং একটি গাড়ি পুড়িয়ে দেন।
ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। নেসেট ভবনের সামনেও শত শত মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানান। এছাড়া আরেকটি দল কিছু সময়ের জন্য রেললাইন অবরোধ করে রাখে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে এবং টেনে-হিঁচড়ে অবরোধকারীদের সরিয়ে দেয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, নেতানিয়াহুর এই পরিকল্পনা হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। তাদের মতে, প্রধানমন্ত্রী রাজনৈতিক স্বার্থে যুদ্ধ দীর্ঘায়িত করছেন এবং কোনো ধরনের চুক্তির পথে হাঁটছেন না।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে গাজায় অন্তত ৪৮ ইসরায়েলি জিম্মি অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ২০ জন এখনো জীবিত বলে ধারণা করা হচ্ছে।
দেশজুড়ে নেতানিয়াহুর গাজা দখল অভিযান জোরদারের পরিকল্পনার বিরুদ্ধে জনরোষ ক্রমেই বাড়ছে বলে জানাচ্ছে স্থানীয় সংবাদমাধ্যম।