ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থীর প্রার্থিতা বাতিলের দাবিতে হাইকোর্টে রিট করা এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় তদন্তে দুটি পৃথক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ডাকসু নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় এবং ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন এ কমিটি গঠন করে।
শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন ওই ছাত্রী। এরপর সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী ফেসবুকে ওই নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয় শিক্ষক, সংগঠন ও ছাত্র সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানায়।
প্রক্টর কার্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, হুমকির ঘটনায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ ও ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের সহসভাপতি প্রার্থী নাইম হাসান লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সারকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া ও মো. রেজাউল করিম সোহাগকে সদস্য রাখা হয়েছে।
অন্যদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন গঠিত কমিটিতে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হককে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলমকে সদস্য করা হয়েছে। তাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গণধর্ষণের হুমকি দেওয়া শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা প্রশাসনের কাছে ১৩ দফা দাবি উত্থাপন করেন। উপস্থিত ছিলেন অধ্যাপক গীতি আরা নাসরীন, অধ্যাপক সামিনা লুৎফা, অধ্যাপক কামরুল হাসান মামুনসহ আরও অনেকে।
এছাড়া বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল এক বিবৃতিতে ঘটনাটির তীব্র নিন্দা জানায়। তারা অভিযোগ করেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নারী প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে সাইবার বুলিং অব্যাহত রয়েছে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। সংগঠনের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, “নারীদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে একটি গুপ্ত সংগঠন। তাকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।” একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়েও ছাত্রদল মিছিল করেছে।
গণতান্ত্রিক ছাত্র সংসদ মনোনীত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আবদুল কাদের অভিযোগ করেন, হুমকি দেওয়া শিক্ষার্থী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “হুমকিদাতার ফেসবুক আইডি থেকেই শিবিরের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।”