ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো ঘোষণা করেছেন, তার দেশ এ মাসেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে এবং ইসরায়েলের ওপর এক ডজনেরও বেশি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেভো লিখেছেন, “জাতিসংঘের অধিবেশনে বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে! একইসঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
প্রেভো জানান, বেলজিয়াম ইসরাইলের ওপর মোট ১২টি নিষেধাজ্ঞা কার্যকর করবে। এর মধ্যে রয়েছে—অবৈধ ইসরায়েলি বসতি থেকে উৎপাদিত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয়নীতি পুনর্বিবেচনা।
তিনি আরও বলেন, “ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় যে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে তার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বিশ্লেষকরা মনে করছেন, বেলজিয়ামের এ ঘোষণা ইউরোপের অন্যান্য দেশগুলোকেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে উৎসাহিত করতে পারে। এর আগে আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছিল।
সূত্র: আল জাজিরা