ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
আন্তর্জাতিক ক্রিকেটে প্রচলিত নিয়ম অনুযায়ী, যে দেশে আন্তর্জাতিক সিরিজ বা টুর্নামেন্ট আয়োজিত হয়, সেখানেই আয়োজিত হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল যেন সেই ধারা অনুসরণেই এগোচ্ছেন।
বর্তমানে সিলেটে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ চলমান। এরই মধ্যে আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে সিলেটের টিম হোটেল গ্র্যান্ড সিলেটে বসছে বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সভায় বেশিরভাগ পরিচালক অনলাইনে যুক্ত হবেন ঢাকায় বসে। সরাসরি উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী।
বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, এই সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে—
- বিসিবির আসন্ন নির্বাচন
- বিপিএল ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়োগ
- বিপিএলের ফিক্সিং নিয়ে গঠিত বিশেষ কমিটির প্রাথমিক রিপোর্ট ও গাইডলাইন
- বিপিএলের দ্বাদশ আসর আয়োজনের সময় নির্ধারণ
এছাড়া নেদারল্যান্ডস সিরিজের খরচ অনুমোদন, রাজশাহী, বগুড়া ও ফতুল্লা স্টেডিয়ামে নতুন পিচ নির্মাণের বাজেট অনুমোদন, এবং বোর্ডের এইচআর পলিসি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের রিপোর্টও আলোচনায় আসবে।
তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে বিসিবির নির্বাচনী তপশিল ঘোষণা। সভায় যদি নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়, তবে কার্যত নির্বাচনী ট্রেনে উঠবে বিসিবি। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ প্রশাসনিক রূপরেখা নির্ধারণে আজকের সভাটি হতে যাচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।